ডিজিটাল লাইব্রেরী

ইনস্টিটিউট এর একদম শুরু থেকেই নিনমাসে একটি গ্রন্থাগার ছোট পরিসরে স্থাপন করা হয়েছিল। প্রচুর সংখ্যক বই, জার্নাল, প্রতিবেদন সংযোজনের ফলে দিন দিন গ্রন্থাগারটি প্রসারিত হয়েছে। বর্তমান সরকারের ডিজিটালকরণ প্রোগ্রামের ভিশন হিসাবে এবং পরমাণু চিকিৎসার প্রধান ইনস্টিটিউট হিসাবে নিনমাস ২০১৪ সালে ডিজিটাল গ্রন্থাগার চালু করে। বর্তমানে নিনমাস এর গ্রন্থাগারে প্রায় ৩০০০ বই, জার্নাল, প্রতিবেদন, নিউজ লেটার ইত্যাদি রয়েছে যার দ্বারা স্নাতকোত্তর মেডিকেল ছাত্রছাত্রীদের পাশাপাশি নিনমাস এ কর্মরত বিজ্ঞানী/চিকিৎসকরাও উপকৃত হন। ডিজিটাল গ্রন্থাগার এর সাহায্যে শিক্ষার্থী এবং শিক্ষক উভয়রাই বেশকিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সাইটে প্রবেশ করতে পারেন।